আগামী সরকারের জন্য ২৮০টি গাড়ি কিনছে সরকার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী নির্বাচিত সরকারের মন্ত্রী ও নির্বাচনী দায়িত্ব পালনের কর্মকর্তাদের জন্য ২৮০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে মন্ত্রী-উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জন্য ৬০টি এবং জেলা-উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের জন্য ২২০টি গাড়ি কেনা হবে।

সরকারি যানবাহন অধিদপ্তরের মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব গাড়ি কেনা হবে। প্রতিটি মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের গাড়ির দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা।

আরও পড়ুন: গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ব্যবহৃত গাড়িগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা হয়েছিল। সেগুলো প্রায়ই মেরামতের প্রয়োজন হয়, ফলে নতুন গাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বের বাইরে এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের নয়। এ সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করা উচিত।”

আরও পড়ুন: স্ত্রীসহ জি এম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা