কুয়াশা ও শৈত্যপ্রবাহে ১০ জেলায় জনজীবন ব্যাহত
দেশজুড়ে শীতের দাপট আরও জোরালো হচ্ছে। আজ বুধবারও দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই অঞ্চলে অবস্থান করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি বর্ধিতাংশ লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন: কুয়াশায় ঢাকবে বাংলাদেশ, ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত
এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করায় শীতল বাতাস প্রবাহিত হচ্ছে দেশের ভেতরে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত, যোগাযোগ ব্যাহত হওয়ার শঙ্কা
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
যদিও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।





