প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১১ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধান বিচারপতিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “লইয়ারদের বিরুদ্ধে কনটেম্ট হয়, জাজদের বিরুদ্ধে কেন হবে না? প্রধান বিচারপতি আপনার বিচারকদের বলে দিবেন, কোনো লইয়ার যেন বিচারক দ্বারা অসম্মানিত না হয়। প্রায় ৮০ হাজার লইয়ার আদালতের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে। প্রিজাইডিং বা জাজ হিসেবে কেউ কোনো আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করলে সেটা নজরে রাখতে হবে। প্রধান বিচারপতি মনে রাখবেন, আপনিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।”

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

তিনি আরও বলেন, কোনো বিচারকের আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়, তাহলে সেই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।

মো. আসাদুজ্জামান অভিযোগ করেন, “কিছু কুলাঙ্গার বিচারপতি বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের মধ্যে অনাস্থার পরিবেশ তৈরি করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধরনের বিচার ব্যবস্থা উপস্থাপন করা হয়েছিল, ভবিষ্যতে কেউ তেমনটা করলে আদালত অবমাননার দোষে দোষী সাব্যস্ত হওয়া শুরু হোক।”

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি