লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫০ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ৫০ জন সাংবাদিক দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদ হল রুমে এ আয়োজন করে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে: সালাম

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ. হ. ম. মোশতাকুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। এর আগে সকালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, প্রশিক্ষক শারমিন রিনভী ও পিআইবির প্রশিক্ষক মো. শাহ আলম শওকত প্রমুখ।

আরও পড়ুন: ফের ক্র্যাব সভাপতি তমাল, সম্পাদক বাদশা

জেলা পুলিশ সুপার আবু তারেক বলেন, “সুষ্ঠু নির্বাচন আমাদের মূল লক্ষ্য। আমরা চাই নির্বাচন নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হোক। লক্ষ্মীপুরে ৪৯৬টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিকেন্দ্রে দুইজন করে পুলিশ সদস্য থাকলে আমাদের প্রয়োজন হবে এক হাজার জন। তবে আমাদের ১,০৫০ জন পুলিশ সদস্য রয়েছে। আরও ৫০০ জন পুলিশ সদস্য প্রয়োজন। এরমধ্যে ২১৫টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। প্রত্যেক কেন্দ্রের জন্য ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রত্যেক থানা থেকে লাইভ দেখা যাবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবও নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।”