নিজের মৃত্যুর গুজব নিয়ে যা বললেন ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০০ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গত কয়েকদিন ধরে ছড়ায় তার মৃত্যুর খবর। বিষয়টি এতটাই ভাইরাল হয় যে শনিবার সকাল পর্যন্ত প্রায় ১৩ লাখ ব্যবহারকারী এ নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক সাংবাদিক এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বিষয়টিকে একেবারেই অস্বীকার করে বলেন, সত্যি বলছেন? আমি তো এটা দেখিইনি। ব্যাপারটা বেশ পাগলামি।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় শিশুসহ ১০৫ ফিলিস্তিনি নিহত, খাদ্য সংকট ও নাগরিক হত্যাযজ্ঞ বৃদ্ধি

ট্রাম্প জানান, গত সপ্তাহে তিনি একাধিক সংবাদ সম্মেলন করেছেন এবং সেগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে দুই দিন বিরতি দেওয়ায় তার মৃত্যু নিয়ে গুজব ছড়ায়। তিনি বলেন, আর তারপর তারা বলা শুরু করল, ‘নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে।

এ সময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে তুলনা করে ট্রাম্প বলেন, বাইডেন তো মাসের পর মাস সামনে থাকতেন না। অথচ কেউ কখনও বলেনি যে তার কিছু একটা হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

তিনি আরও জানান, তিনি বিভিন্ন সাক্ষাৎকার, টেলিভিশন শো ও নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল–এ সক্রিয় ছিলেন। এমনকি ওয়াশিংটনের পোটোম্যাক নদীর ধারে নিজের ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

সংবাদমাধ্যমের সমালোচনা করে ট্রাম্প বলেন, আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া। এটা এতই ভুয়া যে এই কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এত কম।