না ফেরার দেশে চলে গেলেন কাউন্সিলর অনিল ঘোষ

ছবিঃ সংগৃহীত
না ফেরার দেশে চলে গেলেন শহরের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী, নরসিংদী পৌরসভার ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সকলের পরিচিত মুখ অনিল চন্দ্র ঘোষ (৭৮)।
পৌর শহরের পশ্চিমকান্দা পাড়ায় অবস্থিত দেবাঙ্গন মাঠে শেষবার যখন অনিল ঘোষের মুখটি দেখার সুযোগ দেওয়া হল, তখন উপস্থিত সকলের কান্না যেন কিছুতেই থামছিল না। পরে সেখান থেকে গোপীনাথ জিউর আখড়াধামে নিয়ে গেলে একই পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। তার মৃত্যুর খবরে তাকে শেষবার দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার মানুষ ভিড় করে এবং পুরো শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্বজন সূত্রে জানা যায়, তিনি বয়সজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। গত কয়েক মাস আগে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যান। সেখান থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসলে আবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৫ দিন নিবিড় পর্যবেক্ষণে থেকে মঙ্গলবার দুপুরে ইহকালের মায়া ত্যাগ করে তিনি পরকালে গমন করেন। তিনি আরও জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটায় মেঘনা নদীর তীরবর্তী পুরান শশ্নানঘাটে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।