গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

Sanchoy Biswas
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৮ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন নুর আলম মোল্লা (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: শ্রীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

পদত্যাগকারী নুর আলম মোল্লা মহেশপুর ইউনিয়নের মৃত আব্দুল মান্নান মোল্লার সন্তান ও কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

লিখিত বক্তব্যে নুর আলম মোল্লা বলেন, আমার অজান্তে ও মতামত না নিয়ে মহেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদ দেওয়া হয়। এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি এখন পর্যন্ত এ পদের কোনো দায়িত্ব পালন করিনি। আমি আওয়ামী লীগের দলীয় কার্যক্রম ও দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি দৃঢ়ভাবে জানাচ্ছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

আরও পড়ুন: কাশিয়ানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত