কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

সম্প্রতি এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যিই কক্সবাজারে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গত শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে আসা পিটার হাস বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান। তার সঙ্গে ছিলেন আরও দুইজন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা বিমানবন্দর থেকে নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএর ঘাট হয়ে স্পিডবোটে মহেশখালী যান। সেখানে কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।
আরও পড়ুন: শ্রীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক নিশ্চিত করেন, বুধবার সকাল ১১টার দিকে প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছায়। এসময় তারা হাসপাতালের সার্বিক অবস্থা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। সফরের অংশ হিসেবে তিনি এক্সিলারেট এলএনজি টার্মিনাল ও হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন।
আরও পড়ুন: কাশিয়ানীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিনিধিদলটি দুপুরে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন, তবে সেগুলো নিয়ে বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে তার।
উল্লেখ্য, গত ৫ আগস্ট এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজারে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তখন ওয়াশিংটনের একটি সূত্র জানায়, তিনি আসলে বাংলাদেশে ছিলেন না। তবে এবার জল্পনা কাটিয়ে সরাসরি কক্সবাজারে দেখা গেল পিটার হাসকে।