‎রূপগঞ্জে কৃষক দলের মতবিনিময় সভা, সদস্য নবায়ন ও কমিটি গঠন

Sanchoy Biswas
‎শ্রী দিপু চন্দ্র গোপ, ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:৩৭ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষক দলের মতবিনিময় সভা, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি পালন করা হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাবো এলাকায় এ অনুষ্ঠান হয়। একই সময়ে গোলাকান্দাইল ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের কৃষক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। গোলাকান্দাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষক দলের কমিটিতে আতামুদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও সামসুল হক মিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

‎৩নং ওয়ার্ড কৃষক দলের কমিটিতে মোঃ নুরুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি ও আকতার মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

‎এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ভূঁইয়া, ভোলাব ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাম্মেল, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইকবাল হোসেনসহ আরও অনেকে।