ডিএমপির মোহাম্মদপুর ও শাহআলী থানার ওসিদের বদলি

ছবিঃ সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই থানার ওসির পদে রদবদল করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ জারি করা হয়।
আরও পড়ুন: পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসানকে গোয়েন্দা বিভাগে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন শাহআলী থানার বর্তমান ওসি মো. রফিক আহমেদ।
অন্যদিকে, পরিবহন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহআলী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক
ডিএমপির এ রদবদলের মাধ্যমে দুই থানায় নতুন নেতৃত্বের সূচনা হলো।