হাইকোর্টে ২৫ বিচারপতি নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:০৪ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ জনকে নিয়োগ দিয়েছেন। তারা শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

উল্লেখ্য, নিয়োগ পাওয়া বিচারকদের নামের তালিকা আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি