ভিডিও কাটছাঁট করে প্রচার, শফিকুর রহমান কিরণের নিন্দা

Any Akter
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:১১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারনার বক্তব্যের অংশ বিশেষ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন অর্থে প্রচারের অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

শরীয়তপুরের সখিপুরের চরভাগা এলাকায় সম্প্রতি বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার একটি ভিডিও বক্তব্য কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন অর্থে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। যা মূল বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ভিডিও কাটছাঁট করা হয়েছে বলে দাবী করেছে বিএনপি প্রার্থীর সমর্থকরা। সোমবার (২৪ নভেম্বর) সকালে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তিনি এসব কথা তুলে ধরেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ বলেন, নির্বাচনী মাঠে আমার জনপ্রিয়তা দেখে কিছু স্বার্থান্বেষী মহল আমার নির্বাচনী প্রচারণার বকত্বের মূল অংশ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন অর্থে প্রচার করে সাধারন জনগনকে ভুল বুঝানোর অপচেষ্টা চালাচ্ছে। আমি সত্য ও ন্যায়ের পথে আছি। জনগণ এসব মিথ্যা অপপ্রচার বিশ্বাস করে না। জনগণই এর সঠিক জবাব দেবে।

তিনি আরও বলেন, এসব বিভ্রান্তিকর তথ্য ভোটারদের ভুল পথে পরিচালিত করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ভিডিও প্রচারের পূর্বে সত্য যাচাই করে প্রচার প্রচারণা চালানোর আহ্বান জানান প্রতিপক্ষের প্রতি।

এসময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে শফিকুর রহমান কিরণ বলেন, আজকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ভিডিও কাটছাঁট করে মিথ্যা ছড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন অপপ্রচার সত্যকে থামাতে পারে না আর মিথ্যা কখনো স্থায়ী হয় না।

আমি আপনাদের ভালোবাসা বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছি। যারা ভয় পায় তারাই অপপ্রচার করে। আর যারা জনগণের শক্তিতে বিশ্বাস করে তারা সত্যের পথ ধরে এগিয়ে চলে। আমরা জনগণের দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আপনারা জনগণের পাশে থেকে সত্যকে শক্তভাবে তুলে ধরুন। বাকিটা জনগণই আমাদের হয়ে বলবে। ইনশাআল্লাহ, আপনাদের ঐক্যের শক্তিতেই আমরা সফল হবো।