ভূমিকম্পে রাজধানীর অন্তত ৬ মেট্রোরেল স্টেশনে ফাটল
সাম্প্রতিক ভূমিকম্পে রাজধানীর মেট্রোরেলের অন্তত ৬টি স্টেশনে ফাটল।ধরেছে। এর মধ্যে কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়, কোথাও বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে, কোথাও দেয়াল ও টাইলসে, আবার কোথাও স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে ফাটল দেখা দিয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতরে থাকা বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে ফাটল দেখা গেছে। রাত ৮টার দিকে গিয়ে দেখা যায়, সাব-স্টেশনের কক্ষটি বন্ধ। স্টেশনে থাকা এক কর্মী জানান, ফাটল ধরেছে, অনেকেই ভয়ে আছে।
আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরেও ফাটল দেখা গেছে। এ ছাড়া সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়াল স্পষ্ট ফাটল ধরা পড়েছে।
পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে গিয়েও দেয়ালে ফাটল দেখা যায়। তবে বিষয়টি অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মো. সায়েম। প্রথমে তিনি বলেন, দেয়ালে ফাটল নেই।
আরও পড়ুন: কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ট্রেন পরিচালনায় রেলওয়ের ১৪ দফা নির্দেশনা
পরে ফাটল দেখানো হলে তিনি বলেন, আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি জানি না, এখন প্রথম দেখলাম।” তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। মিরপুর-১১ মেট্রোরেলের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরেও ফাটল দেখা গেছে।
অন্যদিকে, মিরপুর-১০ স্টেশনের ভেতরের কয়েকটি টাইলসে ফাটল ধরেছে বলে জানিয়েছেন সেখানে কর্মরত এক কর্মী। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক জায়গায় টাইলস ফেটে গেছে।
ফার্মগেট মেট্রোরেল স্টেশনে যাত্রীদের লিফট কোরের ভেতরের দেয়ালে ফাটল দেখা গেছে। স্টেশনে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে তারাও ফাটলের বিষয়টি নিশ্চিত করেন।
ফাটলের বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বীকার করেছেন যে, স্টেশনগুলোতে ফাটল দেখা গেছে। তিনি বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো সিরিয়াস না। আমরা আরও পরীক্ষা-নিরীক্ষা করছি।
এই পরিস্থিতিতে মেট্রোরেল চালানো কতটা নিরাপদ—এমন প্রশ্নে তিনি জানান, আমরা বেশ কয়েকটি ট্রায়াল রান করেছি। যখন দেখেছি কোনো অসুবিধা নেই, তখনই মেট্রো রান করেছি।
ভূমিকম্পের পর মেট্রোরেল স্টেশনগুলোর সম্পূর্ণ কাঠামো, যন্ত্রাংশ ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা চলছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত জরিপ ও সংস্কার কার্যক্রম শেষ করা জরুরি।





