বাউল শিল্পী আবুল সরকার মুক্তি পেলে অবস্থান কর্মসূচির হুমকি মাদানীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৭ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, বাউল শিল্পী আবুল সরকারকে কোনো বিচার ছাড়া মুক্তি দেওয়া হলে তিনি জনসমর্থন নিয়ে অবস্থান কর্মসূচিতে নামবেন।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাদানী দাবি করেন— ফরহাদ মজহার, এনসিপি, জুনায়েদ সাকি ও মেঘমল্লার বসুসহ বিভিন্ন মহলের চাপের মুখে যদি আবুল সরকারকে শাস্তির আওতায় আনা না হয়, তবে তিনি নীরব থাকবেন না।

আরও পড়ুন: রিপন মিয়া আমাদের গর্ব, অভিযোগ অস্বীকার করলেন রিপনের বাবা

মাদানী লেখেন,আমি ছোট মানুষ, আমার কোনো সংগঠন নেই। কিন্তু আল্লাহর মর্যাদা রক্ষার জন্য লড়তে চাই। মানিকগঞ্জের আলেম সমাজ ও তৌহীদি জনতার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।

তিনি আরও আহ্বান জানান, দলমত নির্বিশেষে সবাইকে এক সারিতে দাঁড়িয়ে মহান রবের সম্মান রক্ষায়’ বৃহৎ অবস্থান কর্মসূচি গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: ছাত্রদল নেতা হামিম

৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলির মেলা’র পালাগানের এক আসরে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

পরবর্তীতে ১৯ নভেম্বর মাদারীপুর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন ঘিওর থানায় মামলা হওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠায়।

গ্রেপ্তারের পর আবুল সরকারের ভক্ত ও অনুরাগীদের ওপর হামলার অভিযোগ ওঠে, যার নিন্দা জানায় এনসিপি।

এদিকে শিল্পীর মুক্তি দাবি করে ২৫৮ জন নাগরিক বিবৃতি দিয়েছেন, যা নতুন করে দেশব্যাপী আলোচনা সৃষ্টি করেছে।