ঝালকাঠি-১

ডা. মাহমুদা মিতু মনোনয়ন প্রত্যাহার, জামায়াতের ফয়জুল হককে সমর্থন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যমে জানান, মনোনয়ন প্রত্যাহারের পর তিনি জামায়াতের প্রার্থী ফয়জুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তিনি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তার নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল চলছে। মিছিলে তিনি হাতের মাইকে ‘নারায়ে তাকবির’ স্লোগান দেন এবং পেছনে জামায়াতের নেতাকর্মীরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে মিছিলকে সমর্থন করছে।

ভিডিও পোস্ট করে ডা. মাহমুদা মিতু বলেন, “দাঁড়িপাল্লার এই প্রচারণা আমি দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। এজন্য আমাকে অনেক নোংরামি সহ্য করতে হয়, নানা ধরনের নোংরা মন্তব্য ও ছবি দেখতে হয়। কিন্তু জামায়াতের হাজার হাজার কর্মী আমার ভাইদের হয়ে প্রচারণা করছে, তাই আমার প্রচারণা কিছুই নয়।”

আরও পড়ুন: সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিংয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান

তিনি আরও বলেন, “এনসিপি আমার ভালোবাসা, আর ঐক্যবদ্ধ জোট আমার দায়িত্ব। যেমন নিজের সন্তানের মতো পাশের বাড়ির বাচ্চার যত্ন নেই, তেমনই এই জোটের প্রার্থীদেরও আমি আপনারা যেন সঠিকভাবে আমানত ধরে রাখেন। আমার ভাইদের শাপলা কলির প্রচারণাও অনুরূপভাবে আপনাদের কাছে আমার কাছে একটি আমানত। আমরা চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে একসাথে এগিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করার সময়ই ডা. মাহমুদা মিতু জানিয়েছিলেন যে তিনি জামায়াতের প্রার্থীর প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন।

আরও পড়ুন: বাউল শিল্পী আবুল সরকার মুক্তি পেলে অবস্থান কর্মসূচির হুমকি মাদানীর