যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: ছাত্রদল নেতা হামিম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর যুবলীগ নেতার ডিম নিক্ষেপের ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিস্টরাও তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ফেসবুকে এক স্ট্যাটাসে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: বাউল শিল্পী আবুল সরকার মুক্তি পেলে অবস্থান কর্মসূচির হুমকি মাদানীর
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দেওয়া পোস্টে তিনি লেখেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর, আজ থেকে… no mercy।
এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে।
আরও পড়ুন: রিপন মিয়া আমাদের গর্ব, অভিযোগ অস্বীকার করলেন রিপনের বাবা
এ ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির এই নেতা আখতার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।
এদিকে, ডিম নিক্ষেপের ঘটনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেক রাজনৈতিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।





