নিজ বাড়ির সামনে থেকে ছাত্রলীগ নেতা সাইফুল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:১৬ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলা সদর উপজেলায় মো. সাইফুল্লাহ আরিফ (৩০) নামের এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সদর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদ-ই নববীর পশ্চিম পাশে নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরিফ ভোলা সদর উপজেলার বাসিন্দা বশির উদ্দিন মাস্টার ও রাবেয়া বসরী দম্পতির একমাত্র ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন।

আরও পড়ুন: কুমিল্লায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, রাতে আরিফ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে নামাজ পড়তে বের হয়ে বাড়ির সামনে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তিনি দাবি করেন, আরিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এর সুষ্ঠু বিচার চান।

নিহতের মা রাবেয়া বসরী জানান, রাত ১টার দিকে আরিফ অসুস্থতার কথা জানিয়ে পানি চান। পানি খাওয়ার পর তিনি নিজের কক্ষে শুয়ে ছিলেন। ভোরে বাবার চিৎকার শুনে বাইরে এসে মরদেহ দেখতে পান।

আরও পড়ুন: সিলেট স্টেডিয়ামে বিসিবির দুর্বল ব্যবস্থাপনা, গেট ভেঙে ঢুকলো দর্শকরা

ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি তদন্তাধীন।