মাইকে ঘোষণা দিয়ে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী ওই এলাকায় ভাড়া বাসায় ঢোকার সময় দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে দারোয়ান তাকে মারধর করলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা ছড়ায়। এরপর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পাল্টা শিক্ষার্থীরাও চবির হল থেকে মাইকিং করে সংঘর্ষে জড়ান।

এ ঘটনায় গুরুতর আহত প্রায় ২০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রয়েছেন।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

চবি মেডিকেলের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, বহু শিক্ষার্থী আহত হয়ে মেডিকেলে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, নিরাপত্তা টিম পাঠানো হলেও শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় নিয়ন্ত্রণে সমস্যা হয়েছিল। রাতের কোনো পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়।

ভোর সাড়ে ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা হলে ফিরে যান।