মাধবপুরে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২১৩ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধা চত্বর থেকে তাদের গ্রেফতার করে আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলার আর ডি হল এলাকার মোস্তফা কামালের ছেলে শরিফ উদ্দিন (৩৯) এবং একই উপজেলার আনোয়ারপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সুমন সরকার (২৭)।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
অভিযান শেষে আটক দুইজনকে এবং উদ্ধারকৃত বিদেশি মদ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।