বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি কর্মসূচি বাতিল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৭ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গলবারের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত র‌্যালী বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন বিএনপি স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি করবে। সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভিডিও বার্তায় র‌্যালী বাতিল ও মহানগরের নতুন কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, আমরা আমাদের কর্মসূচির মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছি বিশেষ করে ঢাকায়। আপনারা জানেন যে আগামীকাল(মঙ্গলবার) আমাদের র‌্যালীর কর্মসূচি রয়েছে সেই র‌্যালী কর্মসূচিটি আমরা বাতিল করেছি।”

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ড. হেলাল উদ্দিন

আমরা এই কারণে র‌্যালীর কর্মসূচি বাতিল করেছি এই কারণে যে, একটা র‌্যালী অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। এতে মানুষের প্রচন্ড দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়। এই জনদুর্ভোগের কথা চিন্তা করেই আগামীকালের র‌্যালীর কর্মসূচি সেটা বাদ দিয়েছি।

রিজভী বলেন,  এর পরিবর্তে আগামীকাল(মঙ্গলবার) ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপি দুই এলাকায় যে সমস্ত খাল-ড্রেন-নর্দমা রয়েছে সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে তারা নামবে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অন্যান্য অঙ্গ সংগঠন তাদের সাথে থাকবে।

আরও পড়ুন: বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হলেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে: মির্জা ফখরুল

‘‘ মহানগরের দুই এলাকায় যে সমস্ত খাল এবং নদী অথবা ড্রেন-নর্দমা যেগুলো রয়েছে সেটা পরিষ্কার করার জন্য তারা ব্লিচিং পাউডারসহ পরিষ্কার করার জন্য যা যা লাগে তারা সেই কর্মসূচি পালন করবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই।কর্মীরাই এই কাজ করবে, কাউকে ভাড়া করে নিয়ে এসে করা হবে না।”

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে ৪৭তম প্রতিষ্ঠাবিার্ষিকী বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।