স্থগিত হলো ডাকসু, নেপথ্যে হাইকোর্টের নির্দেশনা

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি শেখ তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন। আদালতের নির্দেশনায় ডাকসু নির্বাচন ট্রাইব্যুনালকে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্র সংগঠন শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীর বিষয়ে তদন্ত করে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাকৃবি
একইসঙ্গে রিট আবেদনকারীকে ১৫ দিনের মধ্যে সকল প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণাদি নিয়ে নির্বাচন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে বাম জোটের প্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিট আবেদন করেন। তার আবেদনে বলা হয়, এবারের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বী এস এম ফরহাদ পূর্বে নিষিদ্ধ সংগঠন শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
আরও পড়ুন: সাত দফা দাবিতে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল