সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

পাবনার সাঁথিয়ায় শ্বশুর মোজাম হোসেনকে (৭০) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ রুমি খাতুন। ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমারী কলেজপাড়া গ্রামে।
রোববার (৩১ আগস্ট) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মোজামের বাড়ি উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই হলেও বহু বছর ধরে সে সাঁথিয়া কলেজপাড়াতে বসবাস করতো।
আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া গ্রামের মোজাম হোসেনের ছেলে মিঠুর সাথে গত পাঁচ বছর আগে আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মানসিক রোগী ছিল বলে জানায় তার পরিবার। সে ঢাকাস্থ মানসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। রোববার রাত আটটার দিকে হঠাৎ রুমির মানসিক চাপটা বেড়ে যায়। শেষে হাতের কাছের বটি দিয়ে শ্বশুর মোজামের পেটে ও পিঠে কোপ দেয়। এ সময় তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে সে মারা যায়।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: পাবনার উন্নয়নে চার দফা দাবিতে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন