সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে হাওর ধ্বংসের অভিযোগ জ্বালানি উপদেষ্টার

জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাবেক এক রাষ্ট্রপতির বিরুদ্ধে হাওর এলাকায় অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করে পরিবেশের ব্যাপক ক্ষতি করার অভিযোগ করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকায় সড়ক নির্মাণ করে ওই এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন।’ যদিও তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তার ইঙ্গিত স্পষ্ট ছিল।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখার সুযোগ
মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, সড়ক ও রেল খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, যা চেয়ারের নয়, বরং চেয়ারে বসা ব্যক্তির দায়। তিনি তার দায়িত্ব গ্রহণের পর তিন মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল ও ব্যয় কাটছাঁট করে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন বলেও জানান।
জ্বালানি খাতে তার সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আগে যেখানে ১৪ ডলারে এলএনজি আমদানি করা হতো, এখন বাজার উন্মুক্ত করে দেওয়ায় তা ১১ ডলারে নেমে এসেছে।
আরও পড়ুন: তেলের ভুয়া খরচে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেল দুদক
তবে, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারেননি বলেও তিনি স্বীকার করেন।