জাকসুর প্রচারণার শেষ দিন আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রচার প্রচারনা আজ ৯ সেপ্টেম্বর রাত বারোটায় শেষ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ ই সেপ্টেম্বর। নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে ।পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ক্যাম্পাস জুড়ে বয়ে চলেছে নির্বাচনী আমেজ।
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে অবাদ, নিরপেক্ষ, নির্বির্ঘ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
আরও পড়ুন: সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী
ইতোমধ্যেই ভোটকেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছেন নির্বাচন কমিশন।
দুই সপ্তাহব্যাপী চলা এ প্রচারণায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হননি প্রার্থীরা। তবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতে দেখা গেছে সীমিত পরিসরে। তবে সবকিছু মিলিয়ে এটাকে উৎসব ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই হিসেবে দেখছেন প্রার্থীরা।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও ছাত্রদলের পরাজয়ের নেপথ্যে কী
জাকসু নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও বিরাজ করছে ভোটের আমেজ। শিক্ষার্থীরা বলছেন প্রচারণায় সকল প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করেছি। এধরনের সহাবস্থানের ছাত্র রাজনীতি আমরা চাই। জাকসু নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যাক্তিকে আমাদের অধিকার আদায়ের প্রতিনিধি নির্বাচিত করতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের মাঝে এই প্রশাসন উপহার দিবেন বলে আমরা আশাবাদী।
এদিকে জাকসু নির্বাচন কমিশন কতৃক বাতিল হওয়া প্রার্থীতা হাইকোর্টের আদেশে ফিরে পেয়েছেন বাম সমর্থিত ভিপি প্রার্থী অমর্ত্য রায়।