জাকসু নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের করে সংগঠনটি।

আরও পড়ুন: মুলাদীতে শিবির নেতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র শিবির

মিছিলটি ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরের দিকে যায়।

এ সময় ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’—এ ধরনের শ্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: অনিয়মের অভিযোগে ভোট বর্জন, পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের

এর আগে বেলা পৌনে ৪টায় ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। তারা অভিযোগ করে, জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে নেওয়া ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে এবং এতে কারচুপির পাঁয়তারা চলছে।