মুলাদীতে শিবির নেতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র শিবির

বরিশালের মুলাদী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের ওপর ছাত্রদল নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি মো. আকবর হোসেন এবং জেলা সেক্রেটারি মো. সাইয়্যেদ হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের জন্য কলেজে যান। কলেজ গেইটে পৌঁছালে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল, কলেজ সভাপতি রিফাত মল্লিক, কলেজ সেক্রেটারি কাওছার হোসেন এবং যুবদল সভাপতি রফিক ঢালীর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়।
আরও পড়ুন: অনিয়মের অভিযোগে ভোট বর্জন, পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হলেও প্রশাসনের সামনেই হামলাকারীরা পুনরায় শিবির নেতৃবৃন্দের ওপর আক্রমণ চালায়। এ হামলায় অন্তত ১৫ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রাথমিকভাবে মুলাদী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিবির নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন: জাকসু নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ