এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিল বামপন্থি প্যানেল সংশপ্তক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:১২ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বামপন্থি সমর্থিত প্যানেল সংশপ্তক পর্ষদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে দুই বাম সংগঠন এই জোট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।

আরও পড়ুন: জাকসু নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

সংশপ্তকের অভিযোগ অনুযায়ী-

১. ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রসংগঠনের কর্মীরা জাল ভোট দিয়েছে এবং ভোটকক্ষে পূরণকৃত ব্যালট পাওয়া গেছে।

আরও পড়ুন: জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৭.৯ শতাংশ

২. শহীদ সালাম-বরকত হলে মোট ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও সেখানে ব্যালট পেপার পাঠানো হয়েছে ৪০০টি। ভোটার তালিকায় ছবি যুক্ত না থাকায় যে কেউ এসে ভোট দিতে পেরেছে। রফিক-জব্বার হলে এ ধরনের ঘটনার প্রমাণও মিলেছে।

৩. প্রতিটি হলে বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান লক্ষ্য করা গেছে।

৪. বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো প্রক্রিয়ায় পক্ষপাতমূলক আচরণ করেছে।

বিবৃতিতে সংশপ্তক পর্ষদ বলে, ‘এই অনিয়মের কারণে আমরা জাকসু নির্বাচন বর্জন করছি। একই সঙ্গে সব প্যানেল ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি- আসুন ভেদাভেদ ভুলে প্রশাসন ও ছাত্রশিবিরের এই ভোট ডাকাতির চক্রান্ত প্রতিহত করতে একতাবদ্ধ হই।’