হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী
রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইলে হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. ন. ম. মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এবং কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. জাকির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি।
আরও পড়ুন: জকসু নির্বাচনে ছাত্রদলের চমকপ্রদ জয়
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল বাসার ভুইয়া, আমান উল্লাহ আমান, আবু তাহের মিয়াজি, নিজাম উদ্দিন, সাইফুদ্দিন মিয়া, এম. এ. সিদ্দিক মিয়া, মাজহারুল হক ভুইয়া সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।
ফেরদৌস হোসেন রনি বলেন, “দেশের স্বার্থে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো সৎ, মানবিক ও আদর্শবান মানুষ হওয়ার জন্য এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রত্যাশা করেন।”
আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নতুন নির্দেশনা
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আ. ন. ম. মতিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
আলোচনা পর্ব শেষে মরহুম বেগম খালেদা জিয়া এবং কলেজ পরিচালনায় যুক্ত প্রয়াত ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মাতুয়াইল হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) এবং বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।





