ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ আপাতত অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, এই অবস্থান ও যুক্তিগুলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) সন্তুষ্ট করতে সক্ষম হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আরও পড়ুন: ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন

উপদেষ্টা বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌম মর্যাদা— এসব বিষয়ে আমরা কোনো আপস করব না। আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং ক্রিকেট খেলতে চাই। শ্রীলংকায় আরেকটি আয়োজক দেশ রয়েছে; আমরা চাইলে সেখানে খেলতে পারি।”

তিনি আরও বলেন, “ভারতে না যাওয়ার এই অবস্থানে আমরা অনড় আছি। কেন আমরা অনড়, সেই যুক্তিগুলো আইসিসির কাছে উপস্থাপন করব। আশা করছি, আইসিসি নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে।”

আরও পড়ুন: সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই এই গণভোট: অধ্যাপক আলী রীয়াজ

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের বিভিন্ন ভেন্যুতে খেলার কথা বাংলাদেশের। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কা বাড়ায় ভারতের মাটিতে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তার স্বার্থে ম্যাচ স্থানান্তরের আনুষ্ঠানিক অনুরোধ আইসিসির কাছে জানিয়েছে বিসিবি।