নির্বাচন কমিশন চাইলে মাঠ প্রশাসনে রদবদলের বিষয় বিবেচনা করা হবে: মন্ত্রিপরিষদ সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে নয়, নির্বাচন কমিশন চাইলে মাঠ প্রশাসনে রদবদলের বিষয় বিবেচনা করা হবে।

জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন স্থানে ‘দলীয়’ জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ সংক্রান্ত অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, যা জানালো তিতাস

শেখ আব্দুর রশীদ বলেন, “আমরা রদবদলের বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে কিছু বলছি না। তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয় এবং মনে করে যে রদবদল প্রয়োজন, তাহলে তারা নির্দেশ দেবেন। তখন আমরা সেই নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।”

এর আগে বুধবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে অভিযোগ তুলেছিল, নির্বাচনের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নেই। তারা ‘দলীয়’ ডিসি ও পুলিশ সুপার (এসপি) অপসারণের দাবি জানিয়েছে।

আরও পড়ুন: সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতই সর্বোচ্চ মূল্যবান। আমরা সেটিকে সম্মান জানাতে চেষ্টা করব। কমিশনকে প্রথমে কনভিন্সড হতে হবে।”

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন গণভোটও অনুষ্ঠিত হবে।