৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, নিরাপত্তায় ৮০ সিসি ক্যামেরা স্থাপন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৯ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। কেন্দ্রীয় ও ২১টি হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলবে ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসজুড়ে বসানো হয়েছে ৮০টি সিসি ক্যামেরা।

জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মুলাদীতে শিবির নেতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্র শিবির

তিনি জানান, শিক্ষার্থীদের স্ব স্ব হলে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হল মিলে মোট ২১টি হলে ভোট অনুষ্ঠিত হবে। ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা এবং সমসংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য মোতায়েন করা হয়েছে প্রায় এক হাজার ২০০ পুলিশ সদস্য।

এবার জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। ভোটার তালিকায় নাম রয়েছে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীর।

আরও পড়ুন: অনিয়মের অভিযোগে ভোট বর্জন, পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের