সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:১২ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির জন্য তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ সেট হার্ডকপি আকারে তথ্য অধিদপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সম্প্রতি মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম

যেসব তথ্য জমা দিতে হবে: ব্যক্তিগত আবেদনের অনুলিপি, চাকরির পূর্ণাঙ্গ ধারাবাহিক বিবরণ, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, চাকরি স্থায়ীকরণের আদেশ (যদি থাকে) সত্যায়িত কপি, প্রথম নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত কপি, বিভাগীয়/ফৌজদারি মামলা ও অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র (প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত), চাকরি সন্তোষজনক মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র


আরও পড়ুন: ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে