চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রী মৃত্যুর ঘটনায় শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ নোবিপ্রবি শাখার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী সাদিয়া ইসরাত মীমের মৃত্যুর ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে অনলাইনে গুজব ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)শাখা। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে নোবিপ্রবি শাখা শিবির সভাপতি মো. আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান বলেন, “গত ২৬ সেপ্টেম্বর সকালে নোয়াখালীর মাইজদী শহরের একটি বাসা থেকে সাদিয়া ইসরাত মীম (২১)-এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী, নোবিপ্রবি ১৮তম ব্যাচের শিক্ষার্থী দীন মোহাম্মদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

তারা অভিযোগ করেন, “এই ঘটনায় কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখাকে জড়ানোর চেষ্টা করছেন। বিশেষ করে ‘জিয়া সাইবার ফোর্স’-এর মহাসচিব পরিচয়ধারী শফিক আরমান অভিযুক্ত শিক্ষার্থীকে শিবির নেতা দাবি করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।”

আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে। নিজেদের ব্যর্থতা আড়াল ও জনগণকে বিভ্রান্ত করতে তারা দলীয় অর্থায়নে ফেসবুকে নানা ভুয়া পেইজ ও আইডি ব্যবহার করছে। এসব মিথ্যাচার ও অপপ্রচার রাজনৈতিক দেউলিয়াত্বের প্রতিফলন।”

সংগঠনটি সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “অভিযোগকারীরা যেন অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং বিএনপি এ ঘটনায় দলীয়ভাবে জবাবদিহি নিশ্চিত করে।”

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা