চাকরি প্রত্যাশীদের ওপর পুলিশি হামলার নিন্দা ডাকসুর: জরুরি সংলাপের আহ্বান

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩১ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের আক্রমণ “সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়”।

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশ ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার। কিন্তু শাহবাগে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া, লাঠিচার্জসহ অতিরিক্ত বলপ্রয়োগ শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে এবং গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

বিবৃতিতে আরও বলা হয়, “যে কোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা এড়িয়ে দায়িত্ব পালন করতে হবে। অযৌক্তিক বলপ্রয়োগের কোনো ন্যায্যতা নেই এবং ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি কাম্য নয়।”

চলমান পরিস্থিতি নিরসনে ডাকসু সরকার, প্রশাসন এবং আন্দোলনরত চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের মধ্যে দ্রুত সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটির মতে, পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমেই এ সংকটের স্থায়ী ও যুক্তিসঙ্গত সমাধান সম্ভব।

আরও পড়ুন: দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি

ডাকসুর পক্ষ থেকে বিবৃতির শেষে চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।