শাহবাগ থেকে সরে গেল পাঁচ কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫৫ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, নতুন স্কুলিং মডেলের খসড়া অধ্যাদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির কারণে তাদের উচ্চমাধ্যমিক শিক্ষায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা আশঙ্কা জানান, এই মডেল বাস্তবায়িত হলে বহু বছরের একাডেমিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষাব্যবস্থায় অস্থিরতা দেখা দেবে।

আরও পড়ুন: অবরোধের পাঁচ ঘণ্টা পর পুলিশের আলোচনার পরামর্শ, রাজি নয় শিক্ষার্থীরা

এর আগে সকাল ১১টার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা যোগ দিলে মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত যাত্রা করেন এবং মোড়টি অবরোধ করেন। অবরোধ চলাকালে শাহবাগ এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, স্কুলিং মডেল প্রস্তাবনা বাতিল না হলে তাদের আন্দোলন আরও কঠোর করা হবে। তারা উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবিও পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ