জকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ফল: ভিপিতে ছাত্রদল এগিয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী একেএম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলামের চেয়ে ৯১ ভোটে এগিয়ে রয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ যৌথভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১ হাজার ৪৫৭ ভোট।
আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নতুন নির্দেশনা
অন্য পদগুলোর মধ্যে জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম পেয়েছেন ১ হাজার ৪৪৪ ভোট, আর ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭২৪ ভোট। এতে জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী ৭২০ ভোটে এগিয়ে রয়েছেন।
এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ৩৪৬ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের তানজিল পেয়েছেন ১ হাজার ১৫৯ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী ১৮৭ ভোটে এগিয়ে আছেন।
আরও পড়ুন: পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী?
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও লাইনে থাকা শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চালু রাখা হয়।
ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পর টেকনিক্যাল কারণে গণনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোট গণনা শুরু করা হয়। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা।





