ভোটার তালিকায় নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ, বাদ পড়ছে ২১ লাখ মৃত ভোটার

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৪৭ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রাথমিক হিসাব অনুযায়ী তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ৪৫ লাখের বেশি ভোটার, আর বাদ পড়ছে ২১ লাখের বেশি মৃত ভোটার।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে

তিনি জানান, ভোটার তালিকা আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে আইন সংশোধনে বিলম্ব হওয়ায় ইসি শুধুমাত্র একটি সম্পূরক তালিকা প্রকাশের কথা ভাবছিল।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “আগামী ১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। যাচাই-বাছাই শেষে আগস্টের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশের চেষ্টা চলছে। তবে নির্দিষ্ট তারিখ এখনই বলা যাচ্ছে না।”

আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৪৫ হাজার ৯৮ ভোটকেন্দ্র, দায়িত্বে থাকবেন ৯ লাখের বেশি কর্মকর্তা

ইসি সূত্র জানায়, দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। খসড়া তালিকা প্রকাশের পর নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে যে কেউ সংশোধনের আবেদন বা ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন।

গত ২০ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চালায় নির্বাচন কমিশন। এসময়ে মোট ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জনের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জনের।

নতুন ভোটারদের মধ্যে রয়েছেন, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া ৪৫ লাখ ৩৪ হাজার ৮৩৯ জন, যাঁদের মধ্যে পুরুষ ১৮ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, নারী ২৬ লাখ ৩৭ হাজার ৮৫৭ জন এবং ১৫৪ জন হিজড়া। ২০০৭ সালের ২ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে জন্ম নেওয়া ১৬ লাখ ৫৩ হাজার ২০৪ জন, যাঁদের মধ্যে পুরুষ ৯ লাখ ৮ হাজার ৩১৫ জন, নারী ৭ লাখ ৪৪ হাজার ৮৬১ জন এবং ২৮ জন হিজড়া।

অন্যদিকে, মৃত ভোটার হিসেবে শনাক্ত হয়েছে ২১ লাখ ৭৬ হাজার ৮১৪ জনের তথ্য, যার মধ্যে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৫টি সার্ভারে কর্তন এন্ট্রি করা হয়েছে।

ইসি জানিয়েছে, খসড়া তালিকাটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত নাগরিকরা তা যাচাই করতে পারবেন।