বাংলাদেশে ১২ মে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ০৮ মে ২০২৩ | আপডেট: ৭:৫৯ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বহু বিতর্ক আর অনিশ্চয়তা শেষে শাহরুখ-দীপিকা-জন অভিনীত অ্যাকশন থ্রিলার হিন্দি সিনেমা 'পাঠান' বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশে কিং খানের এই 'পাঠান' সিনেমাটি আমদানি করছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। মামুন বলেন, ‘আমরা সেন্সর ছাড়পত্র পেলাম। ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।’ 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে আয়ের দিক দিয়ে রেকর্ড গড়ে। তখন থেকে বড় পর্দায় 'পাঠান' দেখতে বাংলাদেশের শাহরুখ ভক্তরা মুখিয়ে আছেন। এই ছবি চালানোর জন্য বহু হল মালিক প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’

সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল ৫টি শর্ত মেনে আগামী ২ বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে  ‘পাঠান’।

বাংলাদেশে এই ছবি মুক্তির ব্যাপারে বলিউডের ফিল্মফেয়ার টুইট করেছে, ‘শাহরুখ খানের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ১৯৭১ সালের পর এই প্রথম হিন্দি ভাষার কোনও টাইটেল সে দেশে থিয়েট্রিকাল রিলিজ পাবে।’

আরও পড়ুন: সাহসী দৃশ্যে অভিনয় প্রসঙ্গে যা বললেন তাসনিয়া ফারিণ

‘পাঠান’ নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘১৯৭১ সালের পর এই প্রথম কোনও হিন্দি সিনেমা বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। ‘পাঠান’কে এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।’