দেখতে পারেন হুমায়ূন আহমেদের জনপ্রিয় সিনেমাগুলো
আজ নন্দিত কথাসাহিত্যিক, গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী। তিনি তাঁর সাহিত্যকর্ম, চলচ্চিত্র ও নাটক নির্মাণের মধ্য দিয়ে অমর হয়ে আছেন। গল্প উপন্যাসের পাশাপাশি তাঁর চলচ্চিত্রের চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ঘুরে বেড়ায় আমাদের আশপাশে। তাই হাতে সময় থাকলে তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেখে নিতে পারেন তাঁর নির্মিত কোনো সিনেমা।
আগুনের পরশমণি
আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ থেকে নির্মিত প্রথম সিনেমা ‘আগুনের পরশমণি’ দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে হুমায়ূন আহমেদের। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের পাকিস্তানি সেনাদের নৃশংসতা, মুক্তিবাহিনীর গেরিলা অপারেশন, সাধারণ মানুষের আতঙ্ক– সব উঠে এসেছে এতে। ১৯৯৫ সালের এই সিনেমায় অভিনয় করেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর, শিলা প্রমুখ। সুরকারঃ সত্য সাহা
শ্রাবণ মেঘের দিন
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান
১৯৯৯ সালে নির্মিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় শহরের মানুষের চোখে গ্রামের সরলতা, গ্রামের সবার মধ্যে বন্ধন এবং সহযোগিতার চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি নৌকা ভ্রমণ, মাঝির গান, যাত্রাপালা, আঞ্চলিক গানের দল ইত্যাদি তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেন মুক্তা, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ প্রমুখ।
দুই দুয়ারী
২০০০ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘দুই দুয়ারী’। তৎকালীন ঢাকা শহরের প্রেক্ষাপট ফুটে উঠেছে এ সিনেমায়। সিনেমায় নির্মাতা বলতে চেয়েছেন, সব সময় সবকিছুর উত্তর থাকে না। জীবন ম্যাজিকাল এবং এই সত্যটা মেনে নিলেই জীবন আরও উপভোগ্য হয়ে উঠবে!
চন্দ্রকথা
২০০৩ সালে মুক্তি পায় হুমায়ূন আহমেদের ৪ নম্বর ছবি ‘চন্দ্রকথা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মেহের আফরোজ শাওন। আরও অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর।
শ্যামল ছায়া
হুমায়ূন আহমেদ নির্মিত পাঁচ নম্বর সিনেমা ‘শ্যামল ছায়া’। তবে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ নিয়ে ২০০৪ সালে নির্মিত তাঁর দ্বিতীয় সিনেমা এটি। যুদ্ধকালে পশ্চিম পাকিস্তানি সেনাদের হাত থেকে বাঁচতে এক গ্রামের কয়েকজন ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে গ্রাম ছেড়ে চলে যায়। জীবন বাঁচাতে এক নৌকায় আশ্রয় নেওয়া বিভিন্ন ধর্মের, বিভিন্ন বয়সের এবং নানা মানসিকতার মানুষ নিয়ে তৈরি হয় এই অসাধারণ সিনেমাটি।
নয় নম্বর বিপদ সংকেত
কমেডি সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’ তৈরি করেন ২০০৭ সালে। এতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, দিতি, তানিয়া আহমেদ, চ্যালেঞ্জার, স্বাধীন খসরুসহ আরও অনেকে।
আমার আছে জল
২০০৮ সালে নির্মিত হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিটিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন বিদ্যা সিনহা মিম। সিনেমার গল্পে মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, বোনদের মধ্যে ভালোবাসা-বিসর্জনসহ পারিবারিক সম্পর্কখুব সুন্দর করে তুলে ধরেছেন নির্মাতা।
ঘেটুপুত্র কমলা
হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ সিনেমা ঘেটুপুত্র কমলা। চলচ্চিত্রটি প্রায় দেড়শ বছর আগের সিলেটের হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামের এক ঘেটুপুত্রের কল্পকাহিনি নিয়ে তৈরি। সিনেমাটিতে ‘কমলা’ চরিত্রে দেখা গেছে শিশুশিল্পী মামুনকে।





