গ্র্যামি অ্যাওয়ার্ডস থেকে গায়ককে হাতকড়া পরিয়ে নিয়ে গেল পুলিশ

Abid Rayhan Jaki
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি গ্র্যামি পুরস্কার জিতলেন র‌্যাপ সংগীতশিল্পী কিলার মাইক।কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে হাতকড়ায় দেখা যায় এই সংগীতশিল্পীকে।

বিবিসির খবর অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন কিলারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ।ভিআইপি গেটের কাছে একটি নিরাপত্তাকক্ষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে হলিউড রিপোর্টার।

আরও পড়ুন: অভিনেতা জেমস রেনসোনের রহস্যজনক মৃত্যু

কিলার মাইককে আটক করা নিয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র মাইক লোপেজ বার্তা সংস্থা এপিকে জানান, আজকের অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগে গায়ককে আটক করা হয়েছে। শিগগিরই তাঁকে আদালতে হাজির করা হবে।

"সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স"-এর জন্য "বেস্ট র‌্যাপ সং" ও "বেস্ট র‌্যাপ পারফরম্যান্স" বিভাগে জয়ী হন কিলার। তা ছাড়া তাঁর "মাইকেল" অ্যালবামটি ‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’ বিভাগে পুরস্কার পায় ।

আরও পড়ুন: মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাধিকা