কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শাহরুখ খান

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এএফসি’র ফাইনালে বিশেষ অতিথি হিসাবে যোগ দিতে দোহায় গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখনে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন এই বলিউড মেগাস্টার। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত নতুন কিছু ছবিতে শাহরুখ খানকে অভ্যর্থনা জানাতে দেখা গেছে কাতারের প্রধানমন্ত্রীকে।

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট এবং একটি নীল হুডি পরিহিত শাহরুখ হাসিমুখে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন। অপর একটি ছবিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা গেছে অভিনেতাকে। কাতারে সদ্য তোলা ছবিগুলো শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকে প্রকাশ করা হয়েছে যা রীতিমতো ঝড় তুলেছে অনুরাগীদের মাঝে।

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

গত বছর পুরোটাই ছিল শাহরুখ খানের দখলে। এ বছরও শুরু থেকেই আলোচনায় তিনি। যদিও এখনো পরবর্তী সিনেমার ঘোষণা দেননি বলিউড বাদশা, তবে গত বছরের তুমুল সাফল্যে এখনো আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে তিনি। এ বছর তাকে প্রথম দেখা যেতে পারে সুজয় ঘোষের একটি চলচ্চিত্রে যেটিতে মুল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও নিজের পরবর্তী সিনেমার শুটিং আগামী মার্চেই শুরু করতে যাচ্ছেন কিং খান।এর আগে অভিনেতা জানিয়েছিলেন যে আসন্ন চলচ্চিত্রে তাঁর ভূমিকা তাঁর বয়সের জন্য উপযুক্ত হবে। যদিও তিনি প্রধান চরিত্রে থাকবেন। কিং খানের এই ঘোষণা ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি করেছে।

 

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান