ঢাকাই চলচ্চিত্রের ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১২ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক জায়েদ খান, সাইমন সাদিক, আজিজুল হাকিমসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত এক ঘটনায় এই মামলা দায়ের করা হয়। মামলাটি করেছেন এনামুল হক নামের একজন ব্যক্তি, যিনি বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: নতুন গান নিয়ে তীব্র সমালোচনার মুখে নেহা কক্কর

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি পক্ষকে অর্থ ও প্রভাব দিয়ে সহযোগিতা করেছেন এই অভিনয়শিল্পীরা। তাদের সহায়তায় আন্দোলন দমনের জন্য গুলিবর্ষণ করা হয়, যেখানে এনামুল হক ডান পায়ে গুলিবিদ্ধ হন।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তি। অভিযুক্তদের তালিকায় রয়েছে আরও তিন থেকে চারশ’ অজ্ঞাতনামা ব্যক্তিও।

আরও পড়ুন: কিংবদন্তি নির্মাতা রব রাইনার ও স্ত্রীকে কুপিয়ে হত্যা, পুত্র নিক গ্রেপ্তার

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার সকল কার্যক্রম আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।