‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’: রাশমিকা মান্দানা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি এক টক শো-তে দেওয়া মন্তব্যের কারণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। অভিনেতা জগপতি বাবুর সঞ্চালিত জি ফাইভ টক শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে অংশ নিয়ে তিনি ঋতুস্রাব (পিরিয়ড) বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন।

শো-তে রাশমিকা বলেন, পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে মহিলারা মাসের এই দিনগুলোয় যে তীব্র ব্যথা অনুভব করেন, তা পুরুষরাও টের পান।

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

তার এই মন্তব্যটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ কেউ অভিনেত্রীর এই বক্তব্যকে নারীর শারীরিক কষ্ট বোঝানোর সাহসী প্রয়াস বলে প্রশংসা করেছেন, আবার অনেকে একে অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্য হিসেবে সমালোচনা করছেন।

সমালোচনার মুখে সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন রাশমিকা মান্দানা। এক ভক্ত যখন ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ শো-এর একটি ক্লিপ শেয়ার করে তার বক্তব্যের প্রকৃত অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করেন, তখন অভিনেত্রী রিপোস্ট করে লেখেন এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এখন ভয় লাগে। আমি যা বলতে চাই, সেটি সম্পূর্ণ অন্যভাবে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান

রাশমিকা আরও জানান, তিনি সবসময় সমাজে নারীর প্রতি সম্মান ও সহমর্মিতার বার্তা দিতে চান, কিন্তু তার কথাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।

রাশমিকা মান্দানা দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও সমান জনপ্রিয়। ‘গীত গোবিন্দম’, ‘পুষ্পা’, ও ‘মিশন মজনু’-এর মতো সফল ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যেই ভারতজুড়ে এক বিশাল ভক্তগোষ্ঠী অর্জন করেছেন।