কাতার ও আমিরাতের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার

কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যকার পুরনো শত্রুতা ভুলে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
কাতার ও আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং দূতাবাস চালু করতে যাচ্ছে। কাতার দূতাবাস খুলছে আবুধাবিতে। দুবাইয়ে কনস্যুলেটও চালু করবে দেশটি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দোহায় তাদের দূতাবাস খুলবে।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
উল্লেখ্য, রাজনৈতিক বিরোধের জেরে ২০১৭ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব উপসাগরীয় অঞ্চলের ৪টি দেশ সংযুক্ত আরব আমিরাত, মিসর এবং বাহরাইন কাতারের ওপর সর্বাত্মক অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের ঘোষণা দেয় ও কাতারকে বয়কট করে। এ নিয়ে অঞ্চলটিতে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
তাদের অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসী গোষ্ঠীদের মদদ দিচ্ছে। ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে দোহা এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। এর সাড়ে তিন বছর পর ২০২১ সালের জানুয়ারিতে বয়কট প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন