কোনো জাতির খাদ্য সুরক্ষা ধ্বংসের অধিকার কারও নেই: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কোনো জাতির খাদ্য সুরক্ষা ধ্বংস করার অধিকার কারও নেই।
সোমবার কৃষ্ণ সাগরের শস্য চুক্তি থেকে নিজদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় মস্কো। এরপরই জেলেনস্কি এসব কথা বললেন।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
তিনি বলেন, ‘রাশিয়ান উন্মাদনা’ থেকে নিজেদের রক্ষা করার প্রয়োজনীয়তা বর্ণনা করে জেলেনস্কি বলেছেন, রাশিয়া সঙ্গে থাকুক আর না থাকুক, ইউক্রেনের সমুদ্রবন্দর থেকে শস্য রপ্তানি অব্যাহত রাখা উচিত।
ইউক্রেনের রপ্তানি করা খাদ্য ৪০০ মিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে উল্লেখ করে জেলেনস্কি বলেন, রাশিয়াকে তার ইচ্ছার জন্য এত গুরুত্বপূর্ণ সরবরাহের মুক্তিপণ রাখার অনুমতি দেওয়া যাবে না।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
রাতের ভাষণের ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সবারই স্থিতিশীলতার অধিকার রয়েছে…আফ্রিকার স্থিতিশীলতার অধিকার রয়েছে। এশিয়ার স্থিতিশীলতার অধিকার রয়েছে। ইউরোপের স্থিতিশীলতার অধিকার রয়েছে। তাই, আমাদের সবাইকে অবশ্যই এ বিষয়ে যত্ন নিতে হবে- রাশিয়ান পাগলামি থেকে নিজের সুরক্ষার বিষয়ে।
জেলেনস্কি বলেন, কৃষ্ণসাগর দিয়ে জাহাজে করে আফ্রিকা এবং এশিয়ায় খাদ্যশস্য পাঠানো অব্যাহত রাখতে হবে।