তুরস্কের ড্রোন হামলায় সিরিয়ায় নিহত ৪

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৩ | আপডেট: ৪:৫৩ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৩
ফাইল ছবি
ফাইল ছবি

সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) ৪ সদস্য নিহত হয়েছে।

স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কঠিন হুঁশিয়ারি দিলেন মোদি

সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের স্বশাসিত কুর্দি প্রশাসন জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের সীমান্তবর্তী এলাকায় শুক্রবার এ ড্রোন হামলা চালানো হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় কুর্দিদের নিয়ন্ত্রিত এলাকায় প্রায় নিয়মিত ড্রোন হামলা চালায় তুরস্ক, সাম্প্রতিক সময়ে যার মাত্রা বেড়েছে।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

এসডিএফের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবারের ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল আমুডা অঞ্চলের একটি গ্রাম। এই হামলায় চার যোদ্ধা শহীদ হয়েছেন।