ইউক্রেনের একাধিক ভবন ধসিয়ে দিলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একাধিক অ্যাপার্টমেন্ট ও নিরাপত্তা পরিষেবা ভবনে আঘাত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহর ডিনিপ্রোতে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার একটি আবাসিক কমপ্লেক্স এবং কাছাকাছি কয়েকটি ভবনে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক। খবর রয়টার্সের।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন আহত হয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আহতরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
ডিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ বলেন, তৃতীয়বারের মতো এসবিইউ নিরাপত্তা সেবা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দুটি বিল্ডিংই মূলত খালি ছিল। আবাসিক ভবনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এগুলো বিক্রির জন্য তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
লাইসাক জাতীয় টেলিভিশনে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ডিনিপ্রোতে দুটি আঘাত হানে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 'অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। এটি এখনো ব্যবহার করা হয়নি এবং সেখানে খুব বেশি লোক ছিল না। কিছু লোক আটকা পড়েছিল কিন্তু এখন তারা বাইরে রয়েছে। নিরাপত্তা পরিষেবা ভবনটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।'
সামজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি ভবনের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একটি বড় উঠান জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে।





