সুদানে ড্রোন হামলা, নিহত ৪০

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৬:৩০ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদান। সে দেশের রাজধানী খার্তুমের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন।

কুরো মার্কেট এলাকায় রবিবার সকালের এই হামলা সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধের অংশ বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। খবর আল-জাজিরার। 

আরও পড়ুন: যুদ্ধবিরতির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চেয়েছিলেন সেনাপ্রধান বুরহান। এতে হামদান দাগলো বাধা দিলে লড়াই শুরু হয়।

আরও পড়ুন: ‘আমরা কসাইখানায় ছিলাম, কারাগারে নয়’

লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রবিবারের ড্রোন হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা।