শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে
প্রতীকী ছবি
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলের প্রশান্ত মহাসাগরে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এর কেন্দ্রবিন্দু ছিল সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপের অগ্রভাগে এবং গভীরতা ছিল ৭০ কিলোমিটার বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।
আরও পড়ুন: একসঙ্গে চারটি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে ইরান: স্পিকার কালিবাফ
ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।
সূত্র: আরব নিউজ





