পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশন আহ্বান

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানে আগামী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। তবে প্রেসিডেন্ট নয়, এই অধিবেশন ডেকেছে জাতীয় পরিষদ সচিবালয়।

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী নির্বাচনের ২১ দিনের মধ্যে অধিবেশন আহ্বান করার কথা। সেই হিসেবে আগামী বৃহস্পতিবারের (২৯ ফেব্রুয়ারি) মধ্যেই অধিবেশন আহ্বান করতে হতো।

আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

জাতীয় পরিষদ সচিবালয় বলছে, নির্বাচন হওয়ার পর ২১তম দিনে অধিবেশন ডাকার জন্য প্রেসিডেন্ট বা স্পিকারের অনুমতির প্রয়োজন হয় না।

এ প্রসঙ্গে কারাবন্দী ইমরান খানের দল পিটিআই প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির নেতা ব্যারিস্টার গহর বলেছেন, সংরক্ষিত আসনগুলিকে  নোটিশ না দিয়ে কোনো অধিবেশন ডাকা যাবে না।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

ডন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে মিডিয়ার সাথে কথা বলার সময় পিটিআই নেতা গহর বলেন, ‘পাঞ্জাব (অ্যাসেম্বলি) অধিবেশন একটি অবৈধ উপায়ে পরিচালিত হয়েছে। সিন্ধু প্রদেশের বিধানসভার অধিবেশনও বেআইনি পদ্ধতিতে পরিচালনা করা হয়েছে। এখন যদি জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়, তবে তাও বেআইনি হবে। কারণ হাউসের সমস্ত সদস্যদের অবহিত করার পর অধিবেশন আহ্বান করা উচিত।

তিনি পাকিস্তানের নির্বাচন কমিশনকে এই বিষয়ে ব্যবস্থা নিতে এবং পিটিআই-সমর্থিত প্রার্থীদের জন্য সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের পক্ষে নোটিশ দেওয়ারও আহ্বান জানান।